বেশ কিছুদিন ধরেই স্বামী অ্যাস্টন কুচারের বিশ্বাসঘাতকতায় নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কঠিন সময় পার করছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর। ব্যক্তিগত জীবনের এই ঝড়ঝাপ্টা এবার তার স্বাস্থ্যহানীর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ৯৮ পাউন্ড ওজন হারানোয় অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছেন ৪৯ বছর বয়সী এই তারকা। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।সম্প্রতি নিজের ৪৯ তম জন্মদিন পালন করা এই তারকাকে দেখা গেছে প্রচণ্ড রকমের ফ্যাকাসে এবং শুকিয়ে যাওয়া অবস্থায়। এই সপ্তাহেই লস এঞ্জেলসের একটি বিউটি সেলুন থেকে বের হওয়ার সময় তাকে এই অবস্থায় দেখা গেছে।
উল্লেখ্য, ডেমির স্বামী অভিনেতা অ্যাস্টন কুচার এ বছরের সেপ্টম্বরে তাদের বিয়েবার্ষিকীর দিনে ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে ধোঁকা দেওয়ায় বেশ কিছুদিন ধরেই ডেমি-কুচার সম্পর্কে টানাপোড়েন চলছিলো। একটা সময়ে এই জুটির বিয়ে বিচ্ছেদের গুজবেও ছেয়ে যায় পুরো হলিউড।
তবে এতকিছুর পরও নিজের ৪৯তম জন্মদিনটি বেশ ধুমধামের সঙ্গেই পালন করেছেন ‘এ ফিউ গুড মেন’খ্যাত এই অভিনেত্রী। জন্মদিনে একটি ছোট্ট বানরকে কোলে নিয়ে নিজের বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১২:১৯ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন