শক্তিমান বলিউডি চিত্রনির্মাতা শেখর কাপুরের পরবর্তী ছবি ‘পানি’তে হৃত্ত্বিক রোশানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট- এমন খবরে কয়েকদিন ধরেই সড়গরম ছিলো মিডিয়াপাড়া। তবে সবার আগ্রহে জল ঢেলে দিয়ে স্টুয়ার্ট নিজেই জানালেন এরকম কোনো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি তিনি । খবর টাইমস অফ ইন্ডিয়া’র। নির্মাতা শেখর কাপুর এরই মধ্যে লেগে পড়েছেন তার পরবর্তী ছবি ‘পানি’র কাজ নিয়ে। ছবির প্রধান চরিত্রে হৃত্ত্বিক রোশানের নাম চূড়ান্ত হওয়ার পর শেখর চাইছিলেন হৃত্তি¡কের বিপরীতে ক্রিস্টেন স্টুয়ার্টকে। কিন্তু শেষমেষ শেখরের সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেলো।
এ প্রসঙ্গে টুইটারে শেখর জানিয়েছেন, ‘ক্রিস্টেন স্টুয়ার্ট ‘পানি’তে থাকছেন না। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে একবারই আলাপ হয়েছিলো। তবে তিনি এখনো ‘পানি’র চিত্রনাট্যও পড়েননি। অথচ মানুষ এরই মধ্যে নিশ্চিত হয়ে বসে আছে।’
এক বিশেষ সাক্ষাৎকারে ক্রিস্টেনও ‘পানি’তে না থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন। এমনকি তিনি এ ব্যাপারে কারো সঙ্গে কথা বলার ব্যাপারটিও অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘না, ‘পানি’র ব্যাপারে আমার সঙ্গে কেউই এখনো যোগাযোগ করেননি।’
উল্লেখ্য, শেখর কাপুরের ‘পানি’ ছবিটি নির্মিত হচ্ছে সারা বিশ্বে চলতে থাকা পানীয় জলের সংকট নিয়ে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১২:২১ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন