আড়াইহাজারের বালিয়াপাড়ার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী মোক্তারের ঘর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মোক্তারকে আটক করলেও ১২ ঘণ্টা পর মোটা অঙ্কের মাসোহারা নিয়ে ছেড়ে দেয়। এখানেই শেষ নয়। পুলিশ ফেনসিডিল উদ্ধার দেখায় মাত্র ৫০ বোতল। বাকি ১৫০ বোতল হাওয়া। থানার ওসির তেলেসমাতি এ কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গতকাল দিনভর পুলিশ ঘটনাটি ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালায়।
ব্রাহ্মদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া জানান, ঘটনার পরপরই বালিয়াপাড়া গ্রামের লোকজন তাকে জানান, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল মোক্তারের বাড়িতে অভিযান চালায়। ঘরের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মোক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী মোক্তারকে গ্রেপ্তার করা হলেও ১২ ঘণ্টা পর থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম তাকে ছেড়ে দিয়েছেন। এবং মামলায় উল্লেখ করা হয়েছে, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, মোটা অংকের উৎকোচের বিনিময়ে ওসি মোক্তারকে ছেড়ে দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, ঘর নয় উঠানে খড়ের গাদা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোক্তার ঘুমিয়ে ছিল। মোক্তার মাদক ব্যবসায়ী কিনা তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে মাদকের কোন মামলা নেই। তাই উদ্ধার হওয়া ফেনসিডিল যে তার সে রকম কোন প্রমাণ নেই।
ব্রাহ্মদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া জানান, ঘটনার পরপরই বালিয়াপাড়া গ্রামের লোকজন তাকে জানান, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল মোক্তারের বাড়িতে অভিযান চালায়। ঘরের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মোক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী মোক্তারকে গ্রেপ্তার করা হলেও ১২ ঘণ্টা পর থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম তাকে ছেড়ে দিয়েছেন। এবং মামলায় উল্লেখ করা হয়েছে, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, মোটা অংকের উৎকোচের বিনিময়ে ওসি মোক্তারকে ছেড়ে দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, ঘর নয় উঠানে খড়ের গাদা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোক্তার ঘুমিয়ে ছিল। মোক্তার মাদক ব্যবসায়ী কিনা তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে মাদকের কোন মামলা নেই। তাই উদ্ধার হওয়া ফেনসিডিল যে তার সে রকম কোন প্রমাণ নেই।




১২:০৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন