কয়েকদিন আগেই মার্কিন এক তরুণী তার সন্তানের বাবা হিসেবে টিন সেনসেশন জাস্টিন বিবারের নাম উল্লেখ করে আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন। সেই ঘটনায় গার্লফ্রেন্ড সেলেনা গোমেজ যাতে বিগড়ে না যান সেজন্য মনে হচ্ছে উঠেপড়েই লেগেছেন ১৭ বছর বয়সী এই কানাডিয়ান গায়ক। খবর সান- এর। সম্প্রতি ১৭ হাজার পাউন্ড খরচ করে সেলেনাকে হিরের ব্রেসলেট উপহার দেওয়ার পর প্যারিসে বিলাসবহুল হোটেলে সেলেনার সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন বিবার। প্যারিসের এক হোটেলের পেন্টহাউস স্যুইটে থাকার জন্য তিনি প্রতিরাতে খরচ করেছেন ১১০০ ডলার।
সম্প্রতি বিবার তার নতুন অ্যালবামের প্রচারণার কাজে প্যারিস গিয়েছিলেন। সেখানে সেলেনাও ছিলেন তার সঙ্গে। তারা প্যারিসের আর্ক দো ট্রায়াম্ফ হোটেলে ৪ দিন অবস্থান করেছেন।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘বিবার এবং সেলেনা হোটেলটির সবচেয়ে সুন্দর পেন্টহাউস সুইটেই উঠেছিলেন। সেটা খুবই রোমান্টিক একটি সুইট। সেখানে দাঁড়িয়ে আইফেল টাওয়ারকে খুব কাছ থেকে দেখা যায়।’
উল্লেখ্য, কিছুদিন আগেই এ ধরনের অভিসারে ব্রাজিলে গিয়েছিলেন বিবার-সেলেনা জুটি। ব্রাজিলের কোপাকাবানা প্যালেস হোটেলের পেন্টহাউস সুইটে থাকার জন্য সেবার প্রতিরাতে বিবারকে গুণতে হয়েছিলো ২৩০০ মার্কিন ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন