কিছুদিন আগে মার্কিন এক তরুণী তার সন্তানের বাবা হিসেবে টিন সেনসেশন জাস্টিন বিবারের নাম উল্লেখ করে আদালতে মামলা করার প্রেক্ষিতে এবার ডিএনএ পরীক্ষা করালেন ১৭ বছর বয়সী বিবার। খবর স্ক্রিন ইন্ডিয়া’র। চলতি মাসের শুরুর দিকে মারিয়া ইয়েতার নামের ২০ বছর বয়সী এক ক্যালিফোর্নিয়ান তরুণী দাবী করে বসেন, গত বছর লস এঞ্জেলসে একটি কনসার্ট শেষে মঞ্চের পেছনে বিবারের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপিত হয় তার এবং পরবর্তীতে বিবারের সন্তানের মা হন তিনি। এমনকি বিবারের ডিএনএ টেস্ট করালেই সব সত্য উন্মোচিত হবে বলেও আদালতকে জানান তিনি।
কিন্তু শুরু থেকেই বিষয়টিকে অস্বীকার করে এসেছেন বিবার। এই বানোয়াট ঘটনাকে মিথ্যা প্রমাণ করতেই ১৮ নভেম্বর স্বেচ্ছায় ডিএনএ পরীক্ষা করিয়েছেন ‘বেবি’খ্যাত এই পপ গায়ক।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবারের ম্যানেজার স্কুটার ব্রাউন। তিনি জানিয়েছেন, ‘স্বতঃপ্রণোদিত হয়েই নিজের ডিএনএ পরীক্ষা করিয়েছেন বিবার।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:১৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন