দাতব্য কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পুরস্কার দেওয়া হলো প্রভাবশালী টক শো হোস্ট অপরাহ উইনফ্রেকে। খবর এনডিটিভি’র।দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস- এর পক্ষ থেকে ১২ নভেম্বর শনিবার উইনফ্রের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উইনফ্রে বলেছেন, ‘এই সম্মাননা প্রাপ্তি আমার জন্য অকল্পনীয় একটি মুহূর্ত।’
উল্লেখ্য, উইনফ্রের সঙ্গে এবারে এই পুরস্কারে আরো ভূষিত হয়েছেন জেমস আর্ল জোনস এবং ডিক স্মিথ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন ট্রাভোল্টা, গ্লিন ক্লোজ এবং অ্যালেক বল্ডউইনের মতো তারকা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন