সম্প্রতি একটি জরীপে প্রতি মিনিটে সর্বাধিক আয়কারী তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা বিওন্সি নোলস। খবর আইএএনএস- এর।২০১০ সালে নিউ ইয়ার’স ইভ পার্টিতে ৫টি গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছিলেন ‘লাভ অন টপ’খ্যাত ৩০ বছর বয়সী এই তারকা। এর বিনিময়ে তিনি পকেটে পুরেছিলেন ১.২৫ মিলিয়ন পাউন্ড। এই হিসেবে প্রতি মিনিট মঞ্চে পারফর্ম করার পারিশ্রমিক তিনি পেয়েছিলেন ৭১ হাজার পাউন্ড।
তালিকায় বিওন্সির পরের অবস্থানেই রয়েছেন আরেক মার্কিন গায়িকা মারায়া ক্যারি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত সেই একই অনুষ্ঠানে ৪টি গান পারফর্ম করে তিনি আয় করেছিলেন ৬ লাখ ৩০ হাজার পাউন্ড।
প্রতি মিনিটে ৩৩ হাজার পাউন্ড আয় করে তালিকায় ৩য় স্থান অর্জন করেছেন কাইলি মিনোগ। এর পরের অবস্থানেই রয়েছেন জেনিফার লোপেজ। ১ মিনিটে তার আয়ের পরিমাণ ২৫ হাজার পাউন্ড।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন