মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

বিদ্যার চুমুতে নাখোশ সিদ্ধার্থ!

সম্প্রতি ‘ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানের চুমুর দৃশ্যে অভিনয়ের ব্যাপারটি নাকি একদমই মেনে নিতে পারছেন না তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থ রয় কাপুর। এমনকি ছবিটি থেকে যেন এই দৃশ্যগুলো উঠিয়ে নেওয়া হয়, সেই চেষ্টাও নাকি করছেন তিনি। খবর সান্তাবান্তাডটকম-এর।

বিদ্যা তার নতুন ছবি ‘ডার্টি পিকচার’- এ সিরিয়াল কিসার এমরান হাশমি এবং জীতেন্দ্র তনয় তুষার কাপুরের সঙ্গে দু’দুটো উত্তেজক চুমুর দৃশ্যে অভিনয় করেছেন। আর এতেই নাকি বেজায় নাখোশ হয়েছেন বয়ফ্রেন্ড সিদ্ধার্থ। বিষয়টি নিয়ে তিনি নাকি প্রশ্নও তুলেছেন বিদ্যার কাছে।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘স্বাভাবিকভাবেই সিদ্ধার্থ একদমই খুশি হননি বিদ্যার এই চুমুর দৃশ্যে অভিনয় নিয়ে। বিদ্যাকে তিনি এটাও জিজ্ঞেস করেছেন, কেন তিনি এরকম দৃশ্যে অভিনয়ের জন্য রাজী হলেন।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘বিদ্যার ক্যারিয়ারের স্বার্থে নেওয়া সব সিদ্ধান্তকে সম্মান করলেও, চুমুর দৃশ্যে অভিনয়ের ব্যাপারটি একদমই মেনে নিতে পারেননি সিদ্ধার্থ। আর তাই তিনি বিদ্যাকে অনুরোধ করেছেন যেন ছবিটি থেকে চুমুর এই দৃশ্যগুলো সরিয়ে নেওয়া হয়।’

এদিকে, ‘ডার্টি পিকচার’ ছবির প্রযোজক একতা কাপুর সাফ জানিয়ে দিয়েছেন, ছবির স্বার্থে এরকম কোনো দৃশ্যের কাটছাট করা হবে না। এ ব্যাপারে ছবির পরিচালক মিলন লুথারিয়া বলেছেন, ‘ছবিটি সিল্ক স্মিতার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। বিদ্যা যেসব দৃশ্যে অভিনয় করেছেন, তা ছিলো ছবিটির গল্পের প্রয়োজনেই। আর তাই এরকম কোনো দৃশ্য কাটছাটের প্রশ্নই আসে না।’

মিলন আরও বলেছেন, ‘ছবিটিতে এ ধরনের দৃশ্যের চিত্রায়ন করাটা মোটেও সহজ ব্যপার ছিলো না। এর জন্য বিদ্যা এবং আমার মধ্যে চিন্তা-ভাবনার যে স্বচ্ছতার প্রয়োজন ছিলো, ছবির কাজ শুরুর সময় থেকেই তা বজায় রাখা হয়েছে দু’পক্ষ থেকেই। বিদ্যা তার পেশাদার মানসিকতা নিয়েই ছবিটিতে কাজ করেছেন। তার এই পেশাদারিত্বের মনোভাব পুরো ব্যাপারটিকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার কাজটি অনেক সহজ করে দিয়েছে।’

চুমুর দৃশ্য নিয়ে বিদ্যার বয়ফ্রেন্ডের আপত্তির কথা জানেন কিনা এমন প্রশ্নের জবাবে মিলন বলেছেন, ‘বিদ্যার ব্যক্তিজীবন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমাদের মধ্যে কেবলমাত্র কাজ নিয়েই আলোচনা হয়।’




বিডিনিউজটোন্টেফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons