এশিয়ার সেরা আবেদনময়ী হিসেবে স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাম্প্রতিক এক জরিপে তাকে এই তকমা দেয়া হয়েছে। খবর এনডিটিভির।ইস্টার্ন আই নামের একটি সাপ্তাহিক সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জরিপ চালিয়ে কারিনাকে সেরা আবেদনময়ী হিসেবে উল্লেখ করেছে।
কারিনা’র ‘বডিগার্ড’ এবং ‘রাডটওয়ান’ মুভির সাফল্য জরিপে প্রভাব ফেলেছে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।
সেরা আবেদনময়ীর তালিকায় কারিনা উঠে আসায় দুয়ে নেমে গেছেন গত তিনবছরের সেরা আবেদনময়ী ক্যাটরিনা কাইফ। প্রিয়াংকা চোপড়া তিনে এবং বিপাশা বাসু রয়েছেন চার নম্বর অবস্থানে। নতুনদের মধ্যে আবেদনময়ীর তালিকায় উঠে এসেছেন ঋত্ত্বিক পত্নী সুজান। সদ্য মা হওয়া ঐশ্বরিয়ার অবস্থান হয়েছে ছয় নম্বরে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১১:১৬ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন