জেনিফার অ্যানিস্টনহলিউড তারকা জেনিফার অ্যানিস্টন বিশ্বের এযাবৎকালের সবচেয়ে আবেদনময়ী নারী। সম্প্রতি মেনসহেলথ ডটকম পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়। গত শুক্রবার এ ফলাফল প্রকাশিত হয়।
মেনসহেলথ ডটকমের প্রকাশিত তালিকায় বিশ্বের সর্বকালের সবচেয়ে আবেদনময়ী ১০০ জন নারীর নাম প্রকাশ করা হয়। তালিকার শীর্ষ পাঁচে অ্যানিস্টনের পরই রয়েছেন হলিউড তারকা র্যাকুয়েল ওয়েলস, মেরিলিন মনরো এবং সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স ও ম্যাডোনা।
যেসব গুণের জন্য অ্যানিস্টনকে সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত করা হয়, তার মধ্যে রয়েছে তাঁর উজ্জ্বল চোখ। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতে, অ্যানিস্টনের চোখ খুবই আকর্ষণীয়। ৪২ বছর বয়সেও তাঁর চাহনি তরুণীসুলভ। এমনকি তাঁর অর্ধেক বয়সী নারীরাও তাঁর চোখ দেখে ঈর্ষা করেন।
বলা হয়েছে, অ্যানিস্টনের ত্বক খুবই মসৃণ। তাঁর সাজসজ্জা কখনোই বাড়াবাড়ি মনে হয় না। অ্যানিস্টনের গালে সব সময় গোলাপি আভা থাকে। তাঁর চুল সর্বদাই রেশমি ও মসৃণ। এই চুল অনেকের কাছেই ঈর্ষণীয়। অ্যানিস্টন খুব লম্বা বা রোগা নন। তবে তাঁর দেহ প্রায় নিখুঁত বলা যায়। মিনি স্কার্ট বা আঁটসাঁট পোশাকে তাঁকে কখনোই দৃষ্টিকটু মনে হয় না।
অ্যানিস্টনের সুন্দর মুখে স্বাভাবিক সৌন্দর্যের চেয়েও বাড়তি কিছু রয়েছে বলে জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির অভিমত, যা তাঁর সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। ইয়াহু ডটকম, ডেট্রয়েট ফ্রি প্রেস।
মেনসহেলথ ডটকমের প্রকাশিত তালিকায় বিশ্বের সর্বকালের সবচেয়ে আবেদনময়ী ১০০ জন নারীর নাম প্রকাশ করা হয়। তালিকার শীর্ষ পাঁচে অ্যানিস্টনের পরই রয়েছেন হলিউড তারকা র্যাকুয়েল ওয়েলস, মেরিলিন মনরো এবং সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স ও ম্যাডোনা।
যেসব গুণের জন্য অ্যানিস্টনকে সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত করা হয়, তার মধ্যে রয়েছে তাঁর উজ্জ্বল চোখ। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতে, অ্যানিস্টনের চোখ খুবই আকর্ষণীয়। ৪২ বছর বয়সেও তাঁর চাহনি তরুণীসুলভ। এমনকি তাঁর অর্ধেক বয়সী নারীরাও তাঁর চোখ দেখে ঈর্ষা করেন।
বলা হয়েছে, অ্যানিস্টনের ত্বক খুবই মসৃণ। তাঁর সাজসজ্জা কখনোই বাড়াবাড়ি মনে হয় না। অ্যানিস্টনের গালে সব সময় গোলাপি আভা থাকে। তাঁর চুল সর্বদাই রেশমি ও মসৃণ। এই চুল অনেকের কাছেই ঈর্ষণীয়। অ্যানিস্টন খুব লম্বা বা রোগা নন। তবে তাঁর দেহ প্রায় নিখুঁত বলা যায়। মিনি স্কার্ট বা আঁটসাঁট পোশাকে তাঁকে কখনোই দৃষ্টিকটু মনে হয় না।
অ্যানিস্টনের সুন্দর মুখে স্বাভাবিক সৌন্দর্যের চেয়েও বাড়তি কিছু রয়েছে বলে জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির অভিমত, যা তাঁর সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। ইয়াহু ডটকম, ডেট্রয়েট ফ্রি প্রেস।




৫:১৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন