যৌন আবেদনময়ী প্রয়াত অভিনেত্রী অ্যানা নিকোলা স্মিথের এক নগ্ন ছবি তাকে আবারও লাইমলাইটে নিয়ে এসেছে। জীবদ্দশায় রগচটা স্বভাব ও ক্ষিপ্ত আচরণের জন্য প্রায়ই আলোচনা সমালোচনার জন্ম দেয়া এই হার্টথ্রব মডেল কন্যাকে ওই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় সম্পূর্ণ নগ্ন দেখা গেছে। বিনোদন ভিত্তিক ওয়েবসাইট গোল্ডেন পেলেস ডট কম সম্প্রতি তার অপ্রকাশিত এই ছবিটি প্রকাশ করছে। সাড়া জাগানো এই ছবিটিতে দেখা যায় অন্তঃসত্ত্বা স্মিথের পেটে ওই কোম্পানির নাম সোনালী কালারে লেখা রয়েছে। যা তার পেটের ফোলা অংশ থেকে ক্রমশ বাম উরুর দিকে নেমে গেছে। তার মৃত্যুর কয়েক মাস আগে তোলা ওই ছবিতে দেখা গেছে তিনি বিছানার ওপর বিশেষ ভঙ্গিতে বসে বাহু দিয়ে তার ব্রেস্ট যুগল হালকা ঢেকে রেখেছেন। তার নগ্ন শরীরে ধাতব পেইন্ট ছাড়া আর কিছুই নেই। উল্লেখ্য, স্মিথ ২০০৭ সালের ৮ই ফেব্রুয়ারি ফ্লোরিডার এক হোটেলে অতিরিক্ত মধ্য পানের কারণে মারা যান। তিনি তার মেয়ে ডেনিয়েলি তার গর্ভে থাকা কালে এই ছবির পোজ দিয়ে ছিলেন। বর্তমানে তার মেয়ের বয়স ৫ বছর।মানব জমিন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন