রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

হোটেল কক্ষে ১০০ সাপ

পশ্চিম জার্মানীর কলন শহরের আবাসিক হোটেলের এক কক্ষে ১০০ সাপের সন্ধান পাওয়া গেছে। সে সঙ্গে ৭০টি কচ্ছপ ও ২০টি নিয়ন কালারের ব্যাঙও উদ্ধার করা হয়েছে। হোটেলের সিঁড়ি পথে সাপ দেখে এক কর্মচারী কর্তৃপক্ষকে অবহিত করলে তারা তল্লাশি চালিয়ে ওই কক্ষ থেকে গত শুক্রবার এসব প্রাণী উদ্ধার করে। পুলিশ অবৈধভাবে প্রাণী আমদানী করার সন্দেহে ওই কক্ষের ৩ বোর্ডারকে আটক করলেও পরে কয়েক হাজার ইউরো মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। উদ্ধার করা সাপ, কচ্ছপ ও ব্যাঙগুলোকে স্থানীয় জাদুঘরে স্থানান্তর করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons