রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

বিদ্যাকে ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে

২রা ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটিতে নাসিরউদ্দিন শাহ, ইমরান হাশমি, তুষার কাপুর- ছবির তিন নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিদ্যা বালান। আর সে কারণেই পুরো ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য বলে সনদপত্র দিয়েছে ভারতের সেন্সর বোর্ড।
‘ডার্টি পিকচার’-এ ব্যতিক্রমী উপস্থিতির সুবাদে প্রশংসার জোয়ারে ভাসছেন বিদ্যা। এমনকি তার খোলামেলা-সাহসী অভিনয়ে প্রভাবিত বলিউডের প্রথম সারির নায়িকারাও।
আশির দশকে দক্ষিণ ভারতের ‘হিট অ্যান্ড হট’ নায়িকা সিল্ক স্মিতাকে নিয়েই ছবির প্লট। মাত্র ১৭ বছরে প্রায় চারশ’টির মতো ছবিতে অভিনয় করে সিল্ক স্মিতা ইতিহাস সৃষ্টি করেন। তার আসল নাম ছিল বিজয় লক্ষ্মী। কয়েক বছর আগে তিনি আত্মহত্যা করেন।
সে যাই হোক, স্মিতার মতো দেখার জন্য, তার চরিত্রে একাত্ম হওয়ার জন্য বিদ্যা বালানকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে। পরতে হয়েছে ‘সিল্ক’ চরিত্রের আদলে শাড়ি, রংচটা পোশাক। নাচের মধ্যেও ‘তোহফা’ বা ‘হিম্মতওয়ালার’ শ্রীদেবীকে তুলে আনতে হয়েছে নিজের মধ্যে। শুধু তাই নয়, সে সময়কার কমপক্ষে অর্ধশত দক্ষিণের হিন্দি ছবি দেখতে হয়েছে বিদ্যাকে। মানব জমিন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons