সৌদি আরবে মেয়েকে ধর্ষণের দায়ে এক পাষাণ্ড পিতাকে ১৩ বছরের জেল ও ২০৮০ ঘা বেত মারার রায় দিয়েছে এক আদালত। সৌদি আরবের মক্কা নগরীর এক আদালত ওই সোদি নাগরিকের বিরুদ্ধে তার কিশোরী মেয়েকে নেশাগ্রস্ত করে গত ৭ বছর ধরে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করে। স্থানীয় প্রভাবশালী ওকাজ পত্রিকা গত শনিবার এই প্রতিবেদনটি প্রকাশ করে। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। সৌদি ধর্মীয় পুলিশ জানায়, মেয়ের চাচার দেয়া তথ্যের ভিত্তিতে তারা এই অপরাধ উদঘাটন করেন। মানব জমিন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন