বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

 কোটি ডলারে বিকোল টেলরের মুক্তার হার (ভিডিও)

হলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেলরের মুক্তার একটি হার বিক্রি হয়েছে এক কোটি ১০ লাখ ডলারে। ষোড়শ শতকের প্রাচীন মুক্তায় গড়া এই হার একসময় ইউরোপীয় রাজ পরিবারের কোনো সদস্যের গলায় শোভা পেয়েছিল। পরে তা হাত ঘুরে চলে আসে অলংকারপ্রিয় প্রয়াত এ অভিনেত্রীর কাছে।
‘লা পেরেগরিনা’ নামে সুপরিচিত মুক্তা শুধু রাজন্য আর লিজের সৌন্দর্যই নয় সপ্তদশ শতকে বিভিন্ন শিল্পীর আঁকা শিল্পকর্মেরও শোভা বাড়িয়েছিল। হারটি ৩০ লাখ ডলারে বিক্রির আশা ছিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির; তাদের আশা ছাপিয়ে এটি বিক্রি হয়েছে কোটি ডলারেরও ওপরে।
ক্লিওপেট্রা খ্যাত লিজ টেলরের অলংকার ও হীরা প্রীতির কথা সবারই জানা। বিশ্বের অনেক দামি রত্নও তাঁর সংগ্রহে ছিল। লিজ নিজেও ২০০৩ সালে ‘মাই লাভ অ্যাফেয়ার উইথ জুয়েলারি’ নামে একটি বই প্রকাশ করেন।
পোশাক, অলংকার আর স্বতন্ত্র জীবনযাপন নিয়ে এলিজাবেথ টেলর হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন। টেলরের মৃত্যুর পর নিউইয়র্কে তাঁর অলংকার ও পোশাক নিলামে তোলার আয়োজন করেছিল ক্রিস্টি। চার দিনের এ আয়োজনে ২৬৯টি অলংকারের পাশাপাশি প্রয়াত অভিনেত্রীর প্রায় ৪০০ পোশাকও নিলামে উঠেছে। এগুলো প্রায় তিন কোটি ডলারে বিক্রি হতে পারে বলে নিলামকারী প্রতিষ্ঠানটি আশা করছে।


হীরা ও নীলার তৈরি একটি আংটি বিক্রি হয়েছে ছয় লাখ ডলারে। আংটিটি টেলরকে দিয়েছিলেন তাঁর বন্ধু প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসন। এখনো বিক্রির অপেক্ষায় আছে টেলরের পঞ্চম স্বামী রিচার্ড বার্টনের দেওয়া ৩৩.১৯ ক্যারাটের হীরার একটি আংটি। ধারণা করা হচ্ছে, এটি ৩৫ লাখ ডলারে বিক্রি হতে পারে।
নিলাম শুরুর আগে ক্রিস্টির চেয়ারম্যান মার্ক পোর্টার বিবিসিকে বলেন, হলিউডের ফ্যাশন আইকন এলিজাবেথ টেলরের ব্যক্তিগত সংগ্রহশালা বেশ সমৃদ্ধ। এগুলো তাঁর ফ্যাশন বোধ ও নিজস্ব স্বতন্ত্র স্টাইলের পরিচয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons