মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

গাগার রূপ রহস্য

সম্প্রতি নিজের সুন্দর ত্বকের পেছনের রহস্য উন্মোচন করলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। পালং শাক খাওয়া এবং প্রিয়জনের সঙ্গে সুস্থ সম্পর্কই নিজের রূপ রহস্য হিসেবে অভিহিত করলেন ২৫ বছর বয়সী এই বিতর্কিত তারকা। খবর আইএএনএস- এর।

গাগার ভাষ্যে, ‘পালং শাক এবং শরীরকে পর্যাপ্ত খাটিয়ে নেয়াই আমার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। মানে আমি বলতে চাচ্ছি, কঠোর পরিশ্রম এবং এর ফলে শরীরে উৎপন্ন হওয়া ঘামই আসলে ত্বককে সুন্দর রাখে।’

উল্লেখ্য, গাগা এই মুহূর্তে ডেটিং চালাচ্ছেন ‘ভ্যাম্পায়ার ডায়রিজ’খ্যাত ৩০ বছর বয়সী মার্কিন মডেল ও অভিনেতা টেইলর কিনি’র সঙ্গে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons