সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানের ‘উ লা লা’ গানটি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে বলেই মনে হচ্ছে। গত সপ্তাহে মার্কিন বিকিনি ব্র্যান্ড ভিক্টোরিয়া’স সিক্রেট- এর একটি র্যাম্প শোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজানো হয়েছে ‘উ লা লা’ গানটি। এর প্রেক্ষিতে খবর চাউর হয়েছে, সম্ভবত ভিক্টোরিয়া’স সিক্রেট- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শিগগিরই দায়িত্ব পেতে যাচ্ছেন বিদ্যা। খবর স্ক্রিন ইন্ডিয়া’র।ভিক্টোরিয়া’স সিক্রেট- এর পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা না হলেও অনেকেই ধারণা করছেন, মার্কিন এই বিকিনি ব্র্যান্ডের নতুন কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিদ্যা।
মজার ব্যাপার হলো, ভিক্টোরিয়া’স সিক্রেট- এর ‘উ লা লা’ নামের সুগন্ধিও আছে। এটি বাজারে ছাড়া হয়েছিলো ২০০৯ সালে। এখন দেখার বিষয় হলো, ‘উ লা লা’ অন্তর্বাস কালেকশনও বাজারে আসে কিনা!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১২:০৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন