সাইকোলজিকাল থ্রিলার '৪০৪'-এ অভিনয় করে গত বছর বলিউডের পাদপ্রদীপের আলোয় এসেছিলেন নেপালী অভিনেত্রী মিনাক্ষী থাপা। এক বছর পর আবারও খবরের শিরোনাম হলেন তিনি। এবারে কোনো নামী পরিচালকের ছবিতে অভিনয় করে নয়; সহকর্মীর হাতে খুন হয়ে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
মাধুর ভাণ্ডারকারের ‘হিরোইন’ ছবির সেটে মিনাক্ষীর সঙ্গে পরিচয় হয়েছিলো এলাহাবাদের দুই বাসিন্দা অমিত জাস্ওয়াল এবং প্রিতি সুরিনের সঙ্গে। বলিউডি এই দুই জুনিয়র আর্টিস্টের কাছে নেপালের এক ধনী পরিবারের মেয়ে হিসেবেই নিজের পরিচয় দিয়েছিলেন মিনাক্ষী। অভিনয়টাও শখের বসেই করেন বলেও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অর্থলোভী এই দুই অভিনেতার হাতেই প্রাণ দিতে হলো আদতে এক স্কুল শিক্ষকের কন্যা মিনাক্ষীকে।
মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার এ ব্যাপারে জানিয়েছেন, অমিত জাসওয়াল ও প্রিতি সুরিন মুক্তিপণের আশায় কিডন্যাপ করেন মিনাক্ষীকে। এরপর মিনাক্ষীর পরিবার তাদের ১৫ লাখ রুপির চাহিদা মেটাতে ব্যর্থ হলে তার মাথা কেটে খুন করে মৃতদেহ লুকিয়ে রাখেন এলাহাবাদের এক পানির ট্যাংকে। তার কেটে ফেলা মাথাটি তারা ছুড়ে ফেলেন চলন্ত বাস থেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
মাধুর ভাণ্ডারকারের ‘হিরোইন’ ছবির সেটে মিনাক্ষীর সঙ্গে পরিচয় হয়েছিলো এলাহাবাদের দুই বাসিন্দা অমিত জাস্ওয়াল এবং প্রিতি সুরিনের সঙ্গে। বলিউডি এই দুই জুনিয়র আর্টিস্টের কাছে নেপালের এক ধনী পরিবারের মেয়ে হিসেবেই নিজের পরিচয় দিয়েছিলেন মিনাক্ষী। অভিনয়টাও শখের বসেই করেন বলেও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অর্থলোভী এই দুই অভিনেতার হাতেই প্রাণ দিতে হলো আদতে এক স্কুল শিক্ষকের কন্যা মিনাক্ষীকে।
মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার এ ব্যাপারে জানিয়েছেন, অমিত জাসওয়াল ও প্রিতি সুরিন মুক্তিপণের আশায় কিডন্যাপ করেন মিনাক্ষীকে। এরপর মিনাক্ষীর পরিবার তাদের ১৫ লাখ রুপির চাহিদা মেটাতে ব্যর্থ হলে তার মাথা কেটে খুন করে মৃতদেহ লুকিয়ে রাখেন এলাহাবাদের এক পানির ট্যাংকে। তার কেটে ফেলা মাথাটি তারা ছুড়ে ফেলেন চলন্ত বাস থেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন