হোক সেটা বলিউড কিংবা হলিউড, ভক্তদের আবদারের সীমা থাকেনা অনেক সময়ই। এই বাস্তবতা এবার আরো সত্য হয়েছে অভিনেতা জন আব্রাহামের ক্ষেত্রে। খবর জিনিউজ-এর।
শুক্রাণু দানে জনের বিশ্বাস আছে, জানার পর থেকেই তার বাসায় প্রচুর চিঠি এবং ইমেইলে আবেদন আসতে শুরু করে। এর মধ্যে এক বিবাহিত মহিলার অদ্ভুত ইমেইল পড়ে তিনি অবাক হয়েছেন।
কি এমন লেখা ছিলো তাতে? আসলে জন অবাক হয়েছেন, একটা সন্তান পাওয়ার জন্য আকুতি নিয়ে শুক্রাণুর জন্য আবেদন জানিয়েছেন তার ওই নিঃসন্তান নারী ভক্ত।
সন্তান ধারণে অক্ষম ওই মহিলার ইমেইল থেকে জানা গেছে, একমাত্র কৃত্রিম উপায় ছাড়া তার মা হওয়া সম্ভব নয়। কিন্তু জনকেই কেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি খুব ভালো করে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি জনের একনিষ্ঠ ভক্ত। সন্তান নিতে পারবেন না জেনেও তার অন্য কাউকে গ্রহণ করা সম্ভব নয়। তিনি শুধু প্রিয় অভিনেতা জনেরই শুক্র নেবেন। তাই কেবল জনের কাছেই শুক্রানুর আবেদন করেছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
শুক্রাণু দানে জনের বিশ্বাস আছে, জানার পর থেকেই তার বাসায় প্রচুর চিঠি এবং ইমেইলে আবেদন আসতে শুরু করে। এর মধ্যে এক বিবাহিত মহিলার অদ্ভুত ইমেইল পড়ে তিনি অবাক হয়েছেন।
কি এমন লেখা ছিলো তাতে? আসলে জন অবাক হয়েছেন, একটা সন্তান পাওয়ার জন্য আকুতি নিয়ে শুক্রাণুর জন্য আবেদন জানিয়েছেন তার ওই নিঃসন্তান নারী ভক্ত।
সন্তান ধারণে অক্ষম ওই মহিলার ইমেইল থেকে জানা গেছে, একমাত্র কৃত্রিম উপায় ছাড়া তার মা হওয়া সম্ভব নয়। কিন্তু জনকেই কেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি খুব ভালো করে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি জনের একনিষ্ঠ ভক্ত। সন্তান নিতে পারবেন না জেনেও তার অন্য কাউকে গ্রহণ করা সম্ভব নয়। তিনি শুধু প্রিয় অভিনেতা জনেরই শুক্র নেবেন। তাই কেবল জনের কাছেই শুক্রানুর আবেদন করেছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন