
২১.৫ বাই ১৯ ইঞ্চির এই ছবিটির আলোকচিত্রী ছিলেন স্টিভেন মেইজেল। তার তোলা ওই ছবিটি পরবর্তীতে নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহ্যামস সংগ্রহ করে শহরটির একটি গ্যালারি থেকে। এবার সেই ছবিটিকেই আগের দামের প্রায় তিনগুণ মূল্যে ২৩ হাজার ৭৫০ ডলার দিয়ে কিনে নিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এ ক্রেতা।
ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সংস্থাটির কর্মকর্তা জুডিথ ইউরিকও। তিনি বলেছেন, ‘মেডোনার অসাধারণ একটি ছবি এটি। এটিকে শুধু সাদাকালো বললে ভুল হবে। আসলে ধূসর এবং রুপালি রঙের টোনের অসাধারণ একটি সমন্বয় এই ছবিটি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন