বৃটেনের এসকয়্যার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য এবার বিবসনা হয়ে পোজ দিলেন রিহানা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এ বছরের ফেব্রুয়ারিতে রিহানার বৃটেন ভ্রমণের সময়ে এক ফটোশুটে ম্যাগাজিনটির জন্য এভাবে পোজ দেন রিহানা। মেলিসা ফোর্ডের তোলা ওই ছবিগুলোতে রিহানাকে দেখা যাবে শুধুমাত্র একটি জিন্সের প্যান্ট এবং মাথায় ফেজ টুপি পরে নিজের দুই হাত দিয়ে তার বক্ষ ঢাকা অবস্থায়।
এছাড়া আরেকটি ছবিতে তাকে দেখা যাবে, বন্ডেজ স্টাইলের একটি অল ইন ওয়ানে।
রিহানার এই ছবিগুলো তোলা হয়েছে ম্যাগাজিনটির ৪ জুন সংখ্যার জন্য। সংখ্যাটিতে বাস্কেটবল তারকা জে আর স্মিথের সঙ্গে এই আরঅ্যান্ডবি তারকার সাম্প্রতিক রোমান্সের বিষয়টিও তুলে ধরা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
এ বছরের ফেব্রুয়ারিতে রিহানার বৃটেন ভ্রমণের সময়ে এক ফটোশুটে ম্যাগাজিনটির জন্য এভাবে পোজ দেন রিহানা। মেলিসা ফোর্ডের তোলা ওই ছবিগুলোতে রিহানাকে দেখা যাবে শুধুমাত্র একটি জিন্সের প্যান্ট এবং মাথায় ফেজ টুপি পরে নিজের দুই হাত দিয়ে তার বক্ষ ঢাকা অবস্থায়।
এছাড়া আরেকটি ছবিতে তাকে দেখা যাবে, বন্ডেজ স্টাইলের একটি অল ইন ওয়ানে।
রিহানার এই ছবিগুলো তোলা হয়েছে ম্যাগাজিনটির ৪ জুন সংখ্যার জন্য। সংখ্যাটিতে বাস্কেটবল তারকা জে আর স্মিথের সঙ্গে এই আরঅ্যান্ডবি তারকার সাম্প্রতিক রোমান্সের বিষয়টিও তুলে ধরা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন