বৃটিশ সঙ্গীত শিল্পী লেডি গাগা জাপানে কাঁচা মাংসের তৈরি পোশাকে ভক্তদের চমকে দিয়েছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
এর আগে ২০১০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গাগা তার এ উদ্ভট পোশাকটি পরেছিলেন।
গত সপ্তাহে টোকিওতে তারঅ্যামেরিকানো গানটি গাওয়ার সময় ফটোগ্রাফার টেরি রিচার্ডসন আবারো এ পপস্টারের কাঁচা মাংসের তৈরি পোশাকের ছবি তুলেছেন। এখানে তিনি কসাইয়ের দোকানের মতো মঞ্চে বিভিন্ন মরা জীবজন্তুর ভেতর মাংসের তৈরি অদ্ভুত পোশাক পরে নাচ-গান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
এর আগে ২০১০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গাগা তার এ উদ্ভট পোশাকটি পরেছিলেন।
গত সপ্তাহে টোকিওতে তারঅ্যামেরিকানো গানটি গাওয়ার সময় ফটোগ্রাফার টেরি রিচার্ডসন আবারো এ পপস্টারের কাঁচা মাংসের তৈরি পোশাকের ছবি তুলেছেন। এখানে তিনি কসাইয়ের দোকানের মতো মঞ্চে বিভিন্ন মরা জীবজন্তুর ভেতর মাংসের তৈরি অদ্ভুত পোশাক পরে নাচ-গান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন