
২৬ বছর বয়সি এই মডেল ২০১০ সালে একই ম্যাগাজিনের তালিকায় ১৯ নম্বর অবস্থানে ছিলেন। তিনি দুই বছরের ব্যবধানে ‘ম্যাজিক মাইক’ খ্যাত তারকা ওলিভিয়া মুনকে হটিয়ে এবারের শীর্ষস্থানটি দখল করেছেন।
তালিকায় সেরা হতে পেরে রাফায়েল এখন অসম্ভব উচ্ছ¡সিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি টুইটারে লিখেছেন, ‘আমি খুব খুশি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ‘ওয়ান অন ম্যাক্সিমহট ১০০’-এর সেরা হবার জন্য ম্যাক্সিমকেও ধন্যবাদ। এটা আমার জন্য অসাধারণ ঘটনা।’
এবারে এই তালিকায় তৃতীয় হয়েছেন ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’-এর অভিনেত্রী মিলা কিউনিস, চতুর্থ হয়েছেন কণ্ঠশিল্পী কেটি পেরি এবং পঞ্চম স্থানে আছেন অলিভিয়া উইলডি। এ ছাড়াও কেট মিডলটনের ছোট বোন পিপা মিডিলটন প্রথমবারের মত এই তালিকায় ঢুকেছেন। তিনি এতে ৮১তম হয়েছেন।
তালিকাটি তৈরি করা হয়েছে পত্রিকাটির পাঠকদের ভোটে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন