
২৭ মে রাতে ফাইনাল ম্যাচে কেকেআর-এর জয় উদযাপন করতে এবার সম্পুর্ণ বিবসনা হয়ে তোলা ছবি গতকাল নিজের ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন পুণম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন ছবি, ঠিক যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আইপিএল, কেকেআর, এসআরকে এক বছর আগে।
ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলে বিবসনা হবেন ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বলিউডি এই মডেল। সেবার ভারত ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফিরলেও নিজের প্রতিজ্ঞা রাখেননি পুণম। তবে এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-এর আইপিল জয়ের পর নিজের বিবসনা ছবি দিয়েই বুঝি পুণম প্রমাণ করে দিলেন, শুধু কথায় নয় তিনি কাজেও পারদর্শী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন