বুধবার, ৩০ মে, ২০১২

দোষ স্বীকার করলেন শাহরুখ

২৬ মে, বলিউডি অভিনেতা শাহরুখ খান তার বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ক্রিকেট ম্যাচে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে করা মামলার শুনানিতে নিজের দোষ স্বীকার করে নিলেন। দোষ স্বীকার করলেও স্টেডিয়ামে তার উপস্থিতি নিষিদ্ধ না করার আবেদন জানিয়েছেন এই তারকা। তিনি বলেছেন, এর পরিবর্তে যে কোনো পরিমাণ জরিমানা দিতে রাজি তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিষয়টিকে ‘ছোটখাট ঘটনা’ উল্লেখ করে শাহরুখের আইনজীবি ভি আর বাজভা জানান স্টেডিয়াম থেকে তার মক্কেল যেন নিষিদ্ধ না হন, এ ব্যাপারে তারা আবেদন করবেন এবং এজন্য প্রয়োজনীয় জরিমানা দিতেও রাজি তারা।

উল্লেখ্য, ৮ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়ালস এবং শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে স্টেডিয়ামে বসে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। এ নিয়ে ২০০০ সালে রাজস্থানে পাস হওয়া প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণ আইনের ৫/১১ ধারায় শাহরুখের বিরুদ্ধে মামলা ঠুকে দেন জয়পুর ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons